সালথায় মাদক বহনের দায়ে কারাদণ্ড

ফরিদপুরের সালথা উপজেলায় ইয়াবা বহনের দায়ে এক যুবককে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বাস রাসেল হোসেন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত শাওন মিয়া (২১) নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা।
ইউএনও বিশ্বাস রাসেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গতকাল সোমবার রাতে উপজেলার গট্টি ইউনিয়নের সরূপদিয়া-বড়দিয়া এলাকায় অভিযান চালিয়ে আলমগীর কারিগরের বাড়ির কাছ থেকে পাঁচটি ইয়াবাসহ শাওনকে আটক করে।
পরে শাওনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।