জয়পুরহাটে ‘সন্ত্রাসী’কে কুপিয়ে হত্যা

জয়পুরহাটে ভ্যানের মধ্যে পড়ে আছে কামালের লাশ। ছবি : এনটিভি
জয়পুরহাট পৌর এলাকার দেবিপুরে ‘সন্ত্রাসী’ কামাল বাহিনীর প্রধান কামালকে (২৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ১২টার দিকে তাঁকে হত্যা করা হয়।
কামাল দেবিপুরের আবু সালামের ছেলে। পুলিশ রাতেই তাঁর লাশ থানায় নিয়ে যায়।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, গতকাল রাতে পৌর এলাকার দেবিপুরে নিজ আড্ডাখানায় ইয়াবা খাওয়ার আসরে সন্ত্রাসী কামাল বাহিনীর প্রধান কামালকে হত্যা করা হয়। হত্যার পর তাঁর লাশ উদ্ধারকালে ওই আড্ডাখানায় ইয়াবা খাওয়ার আলামত পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে তিন জোড়া স্যান্ডেল পাওয়া গেছে।
ওসি আরো বলেন, কামালের বিরুদ্ধে জয়পুরহাট থানায় হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।