আ. লীগের মনোনয়নপত্র কিনেছেন জেনিফার ফেরদৌস

‘মিডিয়ায় কাজ শুরুর আগে থেকেই আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দেশের মানুষের পাশে থাকতে চাই।’— কথাগুলো বলেছেন মডেল ও উপস্থাপক জেনিফার ফেরদৌস।
এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ৩ আসন থেকে উপস্থাপক জেনিফার ফেরদৌস আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। এরইমধ্যে মনোনয়নপত্র কিনে জমাও দিয়েছেন বলে জানান তিনি।
জেনিফার ফেরদৌস বলেন, ‘বাগেরহাটে আমার দাদার নামে একটা স্কুল আছে। এর নাম হলো আবদুল মাজেদ মাস্টার মেমোরিয়াল প্রি-ক্যাডেট স্কুল। নিজ এলাকার মানুষজন আমাদের অনেক ভালোবাসেন। আমিও তাঁদের কল্যাণে কাজ করতে চাই। সবাই দোয়া করবেন।’
এটিএন বাংলায় ‘হারানো সুর’ নামে একটি অনুষ্ঠানের উপস্থাপনা করে পরিচিতি পান জেনিফার ফেরদৌস। উপস্থাপনার পাশাপাশি মডেলিং ও টিভি নাটকে অভিনয়ও করেন তিনি। কিছুদিন আগে ক্রিকেটার সাব্বির রহমানের সঙ্গে বিস্কুটের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন জেনিফার ফেরদৌস।