বিএনপি নেত্রী পাপিয়া কারামুক্ত

নাশকতার মামলায় গ্রেপ্তার বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া মুক্তি পেয়েছেন। ঈদের আগের দিন বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের এক কর্মকর্তা জানান, ১০টি মামলায় জামিনলাভের পর সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াকে আরো চার মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
এসবের মধ্যে পল্টন থানার দুটি মামলায় পাপিয়াকে আদালতের নির্দেশে দুদিন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
কাশিমপুর মহিলা কারাগারের ভারপ্রাপ্ত সুপার মো. মিজানুর রহমান জানান, মুক্তির আগে কারাগারের রজনীগন্ধা ভবনে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন পাপিয়া।
পাপিয়া ১৬ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে পল্টন থানার পাঁচটি, মিরপুরের তিনটি ও লালবাগের এক মামলায় জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর পর পাপিয়ার বিরুদ্ধে নাশকতার আরো একটি মামলা হয়। সম্প্রতি তিনি সব মামলায় জামিন পান।
গত বৃহস্পতিবার পাপিয়ার জামিনের কাগজপত্র কারাগারে এলে যাচাই-বাছাই করে বিকেলে তাঁকে মুক্তি দেওয়া হয়।