জয়পুরহাটে গাড়ি থেকে ৩৪ সোনার বার উদ্ধার, আটক ১

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৪টি সোনার বার উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কের নিশ্চিন্তা বাজার এলাকা থেকে ওই সোনার বার উদ্ধার করা হয়। এ সময় এহসানুল হক হিরা (৩৪) নামের একজনকে আটক করা হয়েছে।
আটক এহসানুল হকের বাড়ি বগুড়ার আটাপাড়া-ওয়াপদা এলাকায়। তিনি ওই গাড়িতে করে বগুড়া থেকে জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিন্তা বাজার এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। গাড়ির বিভিন্ন স্থান থেকে ৩৪টি সোনার বার উদ্ধার করা হয়। এ সময় এহসানুল হক হিরাকে আটক করা হয়। উদ্ধার হওয়া ৩৪টি সোনার বারের ওজন দুই কেজি ৬০০ গ্রাম, যার আনুমানিক মূল্য এক কোটি ৬১ লাখ ৬৬ হাজার ২৫০ টাকা।
জয়পুরহাটের পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার বারগুলো প্রাইভেটকারে করে ঢাকা থেকে বগুড়া হয়ে জয়পুরহাট শহরের ওপর দিয়ে দিনাজপুরের হিলি সীমান্তের দিকে যাচ্ছিল। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি মামলা করা হয়েছে।