সুনামগঞ্জে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হারিছ আলী (২৫)। তিনি দোয়ারাবাজার সীমান্তের ঝুমগাঁও গ্রামের বুলু মিয়ার ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, নিহত যুবক হারিছ আলী লাকড়ি কুড়াতে কুড়াতে ভারতীয় সীমানায় প্রবেশ করলে ওই অংশের খাসিয়ারা তাঁকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় দৌড়ে সীমান্তের ঝুমগাঁও পাশের জিরো পয়েন্টে এসে মাটিতে লুটিয়ে পড়েন হারিছ। সেখানেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঝুমগাঁওয়ের পাশের ভারতীয় সীমানার খাসিয়ারা হারিছ আলীকে গুলি করেছে। ওই এলাকায় ভারতীয় খাসিয়াদের কমলা ও সুপারির বাগান রয়েছে।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, নিহত হারিছ আলীর ময়নাতদন্তের পর তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজিবির ৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার গোলাম মহিউদ্দিন দোয়ারাজাবার সীমান্তে যুবক নিহতের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, হারিছ আলী গুলি খেয়ে দৌড়ে বাংলাদেশ সীমানায় আসামাত্রই তাঁর মৃত্যু হয়।