Beta

২০ দলের নেতারা শনিবার বৈঠকে বসছেন

১২ অক্টোবর ২০১৮, ১৪:১৭

নিজস্ব সংবাদদাতা

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা বৈঠকে বসতে যাচ্ছেন।

আগামীকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া ও বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবীর খান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

আগামীকালের বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বৃহত্তর জাতীয় ঐক্য নিয়ে আলোচনা ছাড়াও খালেদা জিয়ার মুক্তি, চিকিৎসার অবস্থা, আগামী দিনের আন্দোলন নিয়ে জোটের করণীয় কী হতে পারে, সেসব বিষয়েও আলোচনা হতে পারে।

Advertisement