সুনামগঞ্জে লোডশেডিং উন্নয়নে মতবিনিময়

সুনামগঞ্জে ঘন ঘন লোডশেডিং থেকে উত্তরণের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় জেলা পরিষদ ভবনের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সিলেট বিভাগের নির্বাহী প্রকৌশলী (সিস্টেম অপারেশন) মো. জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ পল্লী বিদ্যৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট রইছ উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে বিদ্যুতের লোডশেডিং কমে গেলেও সুনামগঞ্জে এক সপ্তাহ ধরে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এ কারণে সাধারণ মানুষ রাস্তায় নেমে বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা লোডশেডিং কমানোর পদেক্ষপ নেওয়ার আশ্বাস দেন।