Beta

সমাজকল্যাণমন্ত্রীর কুলখানি অনুষ্ঠিত

১৮ সেপ্টেম্বর ২০১৫, ১৮:০৮

ছবি : এনটিভি

প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর কুলখানি মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়কের বাড়িতে আজ শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে হজরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.)-এর মাজার শরিফে মসজিদে বাদ জুমা তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়। একই সময় নিজ বাড়িতে ফাতেয়া পাঠ ও কোরআন তিলাওয়াত শেষে দোয়া অনুষ্ঠিত ও শিরনি বিতরণ করা হয়।

কুলখানিতে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও মরহুমের আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গত ১৪ সেপ্টেম্বর সকাল ৯টা ৫৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মহসিন আলী মারা যান। 

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement