মাটিরাঙা উপজেলা বিএনপির সম্মেলন সম্পন্ন

ছবি : এনটিভি
খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান শেষে কাউন্সিল অধিবেশনে বাহাদুর খানকে সভাপতি, মো. বদিউল আলমকে সাধারণ সম্পাদক ও মো. জিয়াউর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
আজ শুক্রবার সকালে মাটিরাঙা উপজেলা বিএনপির হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত দলীয় নেতাকর্মীদের আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন জোরদার করতে গ্রামে গ্রামে জনমত গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়েছে।