গুজব শনাক্ত করতে ফেসবুকে পাহারা, গণমাধ্যমকেও জানাবে
১২ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৬ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৫

ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব শনাক্ত করতে তথ্যসেল গঠন করতে যাচ্ছে তথ্য মন্ত্রণালয়।
আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো গুজব ছড়ানোর তিন ঘণ্টার মধ্যেই তা শনাক্ত করবে এই তথ্যসেল। এরপর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমগুলোকে তারা জানাবে যে, ‘এই, এই, এই সংবাদগুলো আসলে গুজব এবং ভিত্তিহীন এবং অসত্য।’
তারানা হালিম বলেন, ‘আমরা একটি টিম করব, যারা ২৪ ঘণ্টা সোশ্যাল মিডিয়া দেখতে থাকবে এবং সেখানে আমাদের কাজ সোশ্যাল মিডিয়ার কণ্ঠরোধ করা নয়। আমাদের কাজ হবে, সোশ্যাল মিডিয়াতে যে সংবাদগুলো গুজব, সেই গুজবগুলো চিহ্নিত করা এবং সব সংবাদ মাধ্যমে আমরা ওই সংবাদটি সোশ্যাল মিডিয়াতে আসার তিন ঘণ্টার মধ্যেই লিখিতভাবে প্রেসনোট যাবে, যে এই এই এই সংবাদগুলো আসলে গুজব এবং ভিত্তিহীন এবং অসত্য।’
তথ্য প্রতিমন্ত্রী জানান, আট ঘণ্টা করে তিন শিফটে এই তথ্যসেল সংশ্লিষ্টরা দায়িত্বপালন করবেন।
তারানা হালিম আরো বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন সম্প্রচারের ক্ষেত্রে পুরোপুরি কার্যকর। তাই দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারের অনুরোধ জানান তারানা হালিম।