Beta

আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত

১২ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৫

মো. আক্তারুজ্জামান রঞ্জন, আশুগঞ্জ
বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশা। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার ঢাকা-সিলেট মহাসড়কে রওশন আরা জলিল উচ্চ বালিকা বিদ্যালয়ের কাছে ওই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন পারভীন (৪০), বাহার (৪৩), সামছুল আলম (২৭), কালন (২৫) ও জান্নাত (৮)।

ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার জানান, বুধবার বেলা ১১টার দিকে সিলেট যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর অতিক্রম করার সময় শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

ওসি মোহাম্মদ হোসেন জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তবে বাহার নামের একজন গুরুতর আহত হওয়ায় তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement