শত্রুতা করে তিন শতাধিক মুরগি নিধন

মুরগিগুলো ওজন ছিল ৫০০ গ্রামের মতো। কিছুদিনের মধ্যেই বাজারে বিক্রি করে ভালো দাম পেতেন খামারি। আজ বৃহস্পতিবার সকালে খামারে গিয়ে তিন শতাধিক মুরগি মৃত অবস্থায় পান খামারি। এসব মুরগিকে গলা টিপে, গলা টেনে, মাথা ছিঁড়ে নিধন করে দুর্বৃত্তরা।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আউয়ালগাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। খামারের মালিক দেলোয়ার হোসেন জানিয়েছেন, গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় বছর তিনেক আগে আউয়াল গাড়ি গ্রামের দেলোয়ার হোসেন লাভের আশায় তাঁর নিজ বাড়ির পাশের একটি জমিতে অতিকষ্টে টিনশেড করে একটি ছোট মুরগির খামার গড়ে তোলেন। কিন্তু বার্ডফ্লুসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে খামার স্থাপনের পর এখনো দেলোয়ার কাঙ্ক্ষিত লাভের মুখ দেখতে পাননি।
দেলোয়ার হোসেন জানিয়েছেন, তাঁর খামারের নিজস্ব শেডে প্রায় তিন হাজার মুরগির বাচ্চা উঠিয়ে লালন পালন করা হচ্ছিল। প্রতিটি মুরগির প্রায় ৫০০ গ্রাম ওজন হয়েছিল। তিনি বলেন, ‘বুধবার দিবাগত রাতে শত্রুতা করে খামারের বেড়া কেটে ভেতরে ঢুকে শেডের মধ্যে থাকা প্রায় তিন শতাধিক মুরগিকে ধরে এক এক করে গলা টিপে, গলা ছিঁড়ে হত্যা করেছে দুর্বত্তরা।’ এ কারণে দেলোয়ারের ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
দেলোয়ার বিষয়টি আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে জানিয়েছেন। এ ব্যাপারে আক্কেলপুর থানায় একটি অভিযোগও করেছেন বলে তিনি জানিয়েছেন।