Beta

সাতক্ষীরায় ইয়াবাসহ ‘পাচারকারী’ আটক

১৯ আগস্ট ২০১৮, ১৩:২১

ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের পদ্মা ফিশের সামনে থেকে আরিফুল ইসলাম আরিফ নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। পুলিশের দাবি, তিনি একজন মাদক পাচারকারী।

সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান জানান, চট্টগ্রাম থেকে ইয়াবার একটি  চালান সাতক্ষীরায় আসছে—এমন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে ডিবি পুলিশ পদ্মা ফিশের সামনে অভিযান চালায়। সেখানেই ৮০০ ইয়াবাসহ হাতেনাতে আরিফকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ স্বীকার করেছেন, সাতক্ষীরায় আরেক মাদক পাচারকারীর কাছে ইয়াবার ওই চালানটি পৌঁছে দেওয়ার কথা ছিল।

আরিফুলের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী থানার বাঁশখালা গ্রামে বলে জানা গেছে।

Advertisement