Beta

রূপগঞ্জে ক্রেনের তার ছিড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৬ আগস্ট ২০১৮, ২১:১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় অবস্থিত সিটি গ্রুপের ভবন নির্মাণের কাজ করার সময় আজ বৃহস্পতিবার ক্রেনের তার ছিড়ে দুই শ্রমিক নিহত হন। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় অবস্থিত ভোগ্যপণ্য উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান সিটি গ্রুপের ভবন নির্মাণের কাজ করার সময় ক্রেনের তার ছিড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এই ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাজাউল ইসলাম জানান, সিটি গ্রুপের নির্মাণাধীন পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ক্রেনে চরে দুই শ্রমিক জুয়েল ও তুষার কাজ করছিলেন। বেলা ১১টার দিকে হঠাৎ ক্রেনের চেইন ছিড়ে তাঁরা ছিটকে নিচে পড়েন। এ সময় চারদিক থেকে ছুটে এসে শ্রমিকরা তাদের উদ্ধার করেন। তারপর আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement