Beta

বাসের ছাদে অতিরিক্ত মাল, খাদে পড়ে নিহত ১

০৯ আগস্ট ২০১৮, ১৩:১১

সুনামগঞ্জে আজ বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনার কবলে পড়া বাসটি উদ্ধার করা হচ্ছে। ছবি : এনটিভি

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৫ জন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ বলছে, বাসের ছাদে অতিরিক্ত মালামাল থাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবু বকর। তাঁর বাড়ি দিরাই উপজেলার জগদল গ্রামে। তিনি মৃত গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লিমন ক্ল্যাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতকাল বুধবার রাত ১০টায় ঢাকা থেকে ছেড়ে আসে। বাসটি আজ ভোরে সুনামগঞ্জের ডাবর এলাকায় পৌঁছালে অপর একটি বাসকে সাইড দিতে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে গাড়ির নিচে আটকে পড়া একজনের লাশ উদ্ধার করে।

বাসের যাত্রী জিল্লুর রহমান জানান, সুনামগঞ্জের ডাবর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা অন্য একটি বাসকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এর পর পাশের ডোবায় পড়ে যায়। বাসে এ সময় ৪০-৪২ জন যাত্রী ছিল। বেশির ভাগ যাত্রী আহত হয়েছেন। তিনি নিজেও আহত হয়েছেন বলে জানান।

দক্ষিণ সুনামগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জানান, ভোর ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটিতে অতিরিক্ত মালামাল থাকায় এই দুর্ঘটনা ঘটে।

Advertisement