Beta

যশোরে নিখোঁজ যুবলীগ নেতার লাশ উদ্ধার

০৮ আগস্ট ২০১৮, ১৬:৫৩ | আপডেট: ০৮ আগস্ট ২০১৮, ১৬:৫৭

নড়াইল সদর হাসপাতালের মর্গে পড়ে আছে যশোরের বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলামের মরদেহ। ছবি : এনটিভি

নিখোঁজের পাঁচ দিন পর যশোরের বাঘারপাড়ার যুবলীগ নেতা তরিকুল ইসলামের লাশ উদ্ধার হয়েছে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আজ বুধবার সকালে নড়াইল সদর উপজেলার সীতারামপুর ব্রিজের কাছ থেকে লাশটি উদ্ধার করে নড়াইল থানা পুলিশ।

জামদিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে তরিকুল বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘আমরা তরিকুল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছি। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে দেওয়া হবে।’ তরিকুলের মরদেহের বাঁ কানের নিচে গুলিবিদ্ধ হওয়ার মতো চিহ্ন রয়েছে বলে জানান ওসি।

এর আগে তরিকুলের মা জাহানারা বেগম অভিযোগ করেছিলেন, গত ৩ আগস্ট সন্ধ্যার দিকে বাঘারপাড়ার হাটখোলা দোরাসত্মা এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাঁর ছেলেকে তুলে নিয়ে যান আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য। এরপর বাঘারপাড়া থানা ও যশোর কোতোয়ালি থানাসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তরিকুলের কোনো সন্ধান পাননি তাঁরা।

বাঘারপাড়া থানার ওসি মনিরুল আলম বলেন, ‘তরিকুল নামের এক যুবকের লাশ উদ্ধারের খবর নড়াইল সদর থানার ওসি আমাকে জানিয়েছেন।’

Advertisement