Beta

লাইফ সাপোর্টে রহিম উদ্দিন ভরসা

২৮ জুলাই ২০১৮, ২০:২৬

রংপুরের বিশিষ্ট শিল্পপতি সাবেক সাংসদ আলহাজ রহিম উদ্দিন ভরসা। ছবি : সংগৃহীত

রংপুরের বিশিষ্ট শিল্পপতি সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ রহিম উদ্দিন ভরসাকে গতকাল শুক্রবার ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।

রহিম উদ্দিন ভরসা রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন।

আজ শনিবার সকালে রহিম উদ্দিন ভরসার ছেলে রংপুরের কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা জানান, তাদের বাবা এখনও বেঁচে আছেন এবং লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে প্রায় দেড় মাস সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রহিম উদ্দিন ভরসা। দেশে ফেরার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তিনদিন আগে ঢাকার ধানমণ্ডি এলাকার বাসা থেকে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।

Advertisement