বরিশালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাইপাস এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন টিপু হাওলাদার(২৬) ও কবীর মোল্লা(৩০)। তাঁরা ছাত্রদল ও যুবদলের কর্মী বলে দাবি করছে স্থানীয় বিএনপি।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ওই দুজন সন্ত্রাসী হিসেবে পরিচিত। সপ্তাহখানেক আগে আগৈলঝাড়ার পয়সার হাট সড়কে একটি মালবোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আসামির তালিকায় তাঁদের নাম আছে। গতকাল শুক্রবার তাঁদের ঢাকা থেকে গ্রেপ্তার করে আগৈলঝাড়ায় আনা হয়।
ওসি বলেন, কাল রাতে তাঁদের নিয়ে অস্ত্র উদ্ধারে বের হলে বাইপাস এলাকায় আগে থেকেই ওঁৎ পেতে থাকা সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির মাঝে পড়ে ওই দুজন নিহত হন। তিনি বলেন, নিহত দুজনের লাশ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বরিশাল (উত্তর) বিএনপির সাধারণ সম্পাদক আকন্দ কুদ্দুসুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ছাত্রদল-যুবদলের এ দুই কর্মীকে পুলিশ ধরে নিয়ে হত্যা করেছে।