শেখ হাসিনা যে মার্কা দেবেন সেই মার্কায় নির্বাচন করব

নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান বলেছেন, ‘আমার কোনো দল নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে মার্কা দিবেন সেই মার্কায়ই নির্বাচন করব। কারণ আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং একজন মুক্তিযোদ্ধা।’
বক্তব্যে সেলিম ওসমান চার বছর সাংসদ মেয়াদের উন্নয়নের চিত্র, কার্যক্রম ও পরিবারের ঐতিহ্য তুলে ধরেন।
আজ মঙ্গলবার বিকেলে নগরীর ৩০০ শয্যা হাসপাতালের সড়কে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান এসব কথা বলেন। সংসদ সদস্যের চার বছর পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সেলিম ওসমানকে এই সংবর্ধনা দেয়।
চেম্বার সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত আসনের সাংসদ হোসনে আরা বাবলী, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান মুকুল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশনের কাউন্সিলর এবং আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি নেতৃবৃন্দ।