বরিশালে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৫, আটক ৩
গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে পাঁচজন আহত হয়েছেন। আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে নগরীর নাজিরেরপুল এলাকা থেকে দক্ষিণ জেলা বিএনপি মিছিলটি বের করলে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ তিনজনকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার যুবদলের সাধারণ সম্পাদক শামস তাবরিজ, টঙ্গীবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম বাবু এবং কোতোয়ালি থানা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন বাদল।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিনের নেতৃত্বে মিছিলটি বের হয়। পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। শাহীন জানান, অতর্কিত লাঠিচার্জ করে ওই সময় মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এদিকে, একই কর্মসূচির আওতায় নগরী অশ্বিনীকুমার টাউন হলে আলোচনা সভা করছে বরিশাল মহানগর বিএনপি।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ঘোষণা অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর থেকে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম ২৬ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হয়েছে। এতে এক চুলা ব্যবহারকারীদের ৬০০ টাকা এবং দুই চুলা ব্যবহারকারীদের ৬৫০ টাকা পরিশোধ করতে হবে। এতদিন এক চুলা ব্যবহারকারীদের ৪০০ টাকা এবং দুই চুলা ব্যবহারকারীদের ৪৫০ টাকা পরিশোধ করতে হতো।
বিদ্যুতের দাম ২ দশমিক ৯৩ শতাংশ বাড়ানো হয়েছে। ১-৭৫ ইউনিট তিন টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে তিন টাকা ৮০ পয়সা, ৭৬-২০০ ইউনিটের দাম পাঁচ টাকা এক পয়সা থেকে পাঁচ টাকা ১৪ পয়সা, ২০১-৩০০ ইউনিট পর্যন্ত পাঁচ টাকা ১৯ পয়সা থেকে পাঁচ টাকা ৩৬ পয়সা, ৩০১-৪০০ ইউনিট পাঁচ টাকা ৪২ পয়সা থেকে পাঁচ টাকা ৬৩ পয়সা, ৪০১-৬০০ ইউনিট আট টাকা ৫১ পয়সা থেকে আট টাকা ৭০ পয়সা এবং ৬০১ ইউনিটের অধিক ব্যবহারকারীর ইউনিটপ্রতি ব্যয় নয় টাকা ৯০ পয়সা থেকে নয় টাকা ৯৮ পয়সা।