Beta

নড়াইলে মাশরাফির ঈদ

১৬ জুন ২০১৮, ১১:৪০ | আপডেট: ১৬ জুন ২০১৮, ১১:৪৪

এম মুনীর চৌধুরী, নড়াইল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আজ নড়াইলে ঈদের নামাজ আদায় করেছেন। ছবি : এনটিভি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নড়াইলে ঈদের নামাজ আদায় করেছেন।

আজ শনিবার সকাল ৮টায় পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামায়াতে ঈদের নামাজ আদায় করেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই তারকা। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

নামাজ শেষে ভক্ত, পরিচিতজন, বন্ধু ও স্বজনদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন মাশরাফি। এ সময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। পরে তিনি শহরের আলাদাৎপুরে নানাবাড়িতে যান।

এ দিন পৌর ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার মোহাম্মাদ জসিম উদ্দিন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

Advertisement