রমনা পার্কে গাছের ডাল ভেঙে মাছ বিক্রেতার মৃত্যু
রাজধানীর রমনা পার্কে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে ফারুক হোসেন (৪৫) নামের এক মাছ বিক্রেতা মারা গেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় ফারুক হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাতি হযরত আলী জানায়, তারা রমনার মধুবাগের ৩ নম্বর গলিতে থাকে। কারওয়ান বাজার এলাকায় মাছের ব্যবসা করতেন ফারুক। গরমের কারণে সকাল ১০টার দিকে রমনা পার্কে যায় তারা। দুপুরের দিকে কয়েকজন ছেলে জাম গাছে উঠে জাম পাড়তে। হঠাৎ একটি ডাল ভেঙে পড়ে তাদের ওপর। এতে নানা ফারুক হোসেন গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফারুকের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার হাছানপুর গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।