সিলেটে প্রথম ফুটওভার ব্রিজের উদ্বোধন

ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে নির্মিত সিলেটের প্রথম ফুটওভারব্রিজের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় নগরীর বন্দরবাজারে নির্মিত এ ফুট ওভারব্রিজের উদ্বোধন করা হয়।
এ সময় অর্থমন্ত্রী বলেন, সুরমা নদীর ওপর নির্মিত শতবর্ষী কিনব্রিজের আদলে নির্মিত এ ফুট ওভারব্রিজটি বাড়িয়ে দিয়েছে নগরীর সৌন্দর্য। পথচারীদের রাস্তা পারাপারের সুবিধার পাশাপাশি ওভারব্রিজটির মাধ্যমে সিলেটের ঐতিহ্য ফুটিয়ে তোলারও চেষ্টা করা হয়েছে। এতে প্রায় এক কোটি ৬৬ লাখ টাকা ব্যয় হয়েছে।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রমুখ।
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ২০০৮ সালে আবুল মাল আবদুল মুহিত তাঁর নির্বাচনী ইশতেহারে সিলেটে দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওই সময় নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলেও দ্বিতীয়বারের মতো অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়ে তিনি ফুট ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নেন। গত ২১ মে তিনি কোর্ট পয়েন্টে ওভারব্রিজটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ফুট ওভারব্রিজটিতে সিলেটের সুরমা নদীর ওপর লোহার তৈরি ঐতিহাসিক কিনব্রিজের আদল ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। কিনব্রিজের মতো ওভারব্রিজটি নির্মিত হয়েছে লোহার প্লেট ও রেলিং দিয়ে। রাতেও যাতে পথচারীরা ওভারব্রিজটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন, সে জন্য আধুনিক আলোকসজ্জারও ব্যবস্থা রাখা হচ্ছে। ওভারব্রিজটিতে ছয়টি সিঁড়ি রয়েছে।