ফাহিমা খাতুন কীভাবে মাউসি মহাপরিচালক জানতে চায় হাইকোর্ট

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন কোন কর্তৃত্ব বলে পদে বহাল আছেন- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে এ রুল জারি করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা সচিব ও ফাহিমা খাতুনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত রোববার আদালতে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না। তিনি বলেন, ‘ফাহিমা খাতুন সর্বশেষ ঢাকা কলেজের শিক্ষক ছিলেন। সেখানে তিনি অধ্যাপক হিসেবে থাকলেও অধ্যাপক হওয়ার জন্য সরকারি যে নিয়মনীতি অনুসরণ বা পরীক্ষায় অংশগ্রহণ করার কথা সেটা তিনি করেননি। তাই তিনি শিক্ষা ক্যাডারের এ সর্বোচ্চ পদে থাকতে পারেন না। আমরা আদালতকে এ কথা বলেছি। আদালত তা শুনে রুল জারি করেছেন।’
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বোন।