হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে ভাটেরটেক গ্রামসংলগ্ন শ্রীমতী হাওর থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ভাটেরটেক গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে আবদুস ছাত্তার (৫০) ও তাঁর ছেলে দশম শ্রেণির ছাত্র মো. রমজান মিয়া (১৫)।
এলাকাবাসীর বরাত দিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, গতকাল সোমবার সন্ধ্যার দিকে শ্রীমতী হাওরে মাছ ধরতে যান আবদুস ছাত্তার ও তাঁর ছেলে মো. রমজান মিয়া। মাছ ধরা শেষে হালুয়ারঘাট বাজারে মাছ বিক্রি করে নৌকা নিয়ে বাড়ি ফেরার পথে বিদ্যুতের তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁদের।
ওসি জানান, বাবা-ছেলে রাতে বাড়ি ফিরে না গেলে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পরও রাতে তাঁদের সন্ধান পাননি। পরে আজ সকালে পল্লী বিদ্যুতের খুঁটির পাশে তাঁদের পা ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এলাকাবাসীর সহায়তায় লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুস ছাত্তার বলেন, ‘ছয় মাস ধরে বিদ্যুতের তার পানির সমান সমান আছে। বারবার কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর পরও তারা ব্যবস্থা নেয়নি। যে কারণে আজকে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।’