Beta

স্যাটেলাইট ঘুরছে, বিএনপির মাথাও ঘুরছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩ মে ২০১৮, ২০:৩৬

ফেনীর সার্কিট হাউসে রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি : এনটিভি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ঘুরছে দেখে বিএনপির মাথাও ঘুরছে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের উন্নয়ন দেখে তাদের মাথা ঘুরছে। আগামী নির্বাচনে চূড়ান্ত বিজয়ের মাধ্যমে বিএনপির মাথা খারাপ করে দেব।’ 

আজ রোববার দুপুরে ফেনী সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মালয়েশিয়ার নির্বাচনের প্রসঙ্গ এনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ড. নাজিবের নেতৃত্বে নির্বাচন হয়েছে। গুরুর কাছে শিষ্য হেরে গেছে। সে নির্বাচনে মাহাথির মোহাম্মদ জয় লাভ করেছে।’

এ সময় মোহাম্মদ নাসিম আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনের কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্র, ভারত ও যুক্তরাজ্যের নির্বাচনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘আগামীতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।’ সেই নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান।

বিকেলে ফেনীর ফুলগাজী উপজেলায় ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা ও ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী।

এরপর স্থানীয় একটি স্কুল মাঠে ১৪ দল আয়োজিত জনসভায় বক্তব্য দেন মন্ত্রী। জনসভায় ফেনী ১ আসনের সংসদ সদস্য ও জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বক্তব্য দেন।

Advertisement