ভোটার হতে এসে ভারতীয় নাগরিক আটক

নীলফামারীর ডিমলা উপজেলায় পরিচয় গোপন করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন লালু দাস (৩০) নামে এক ভারতীয় নাগরিক। লালু দাস ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাকুড়ি থানার বাঁশদাস গ্রামের মাকোয়ারি দাসের ছেলে।
আজ শনিবার দুপুরে উপজেলার নাউতারা ইউনিয়ন পরিষদে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির চেষ্টাকালে তাঁকে আটক করা হয়।
নাইতারা ইউপির চেয়ারম্যান মোশারফ হোসেন মিন্টু জানান, দুপুরে ভোটার তালিকায় নাম তুলতে আসেন লালু দাস। নিবন্ধনের কাজে নিয়োজিতরা তাঁর কাছে জন্মনিবন্ধন সনদ চাইলে তিনি ইউনিয়ন পরিষদ থেকে তা তোলার চেষ্টা করেন। কিন্তু সঠিক পরিচয় দিতে পারছিলেন না। আমাদের সন্দেহ হলে তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দেন।
লালু দাস জানান, তিনি পাশের সাতজান গ্রামের আত্মীয় বিজয় দাসের বাড়িতে পাঁচ বছর ধরে আছেন। তাই তিনি বাংলাদেশের নাগরিক হতে চান।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান জানান, লালুর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।