সুনামগঞ্জে ঐতিহ্যবাহী কুস্তিখেলা

সুনামগঞ্জ সদর উপজেলার কুতুবপুর গ্রামে ঐতিহ্যবাহী কুস্তিখেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা দেখতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ আজ শনিবার সকাল ৮টা থেকেই উপজেলার কুতুবপুর গ্রামের হাজি লাল মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে মানুষ এসে জড়ো হতে থাকে।
উপজেলার বরঘাট ও নূরপুর গ্রামেরর যৌথ উদ্যোগে এ কুস্তিখেলার আয়োজন করা হয়।
খেলায় সদর ও জামালগঞ্জ উপজেলার প্রায় ১৪০ জন কুস্তিগীর অংশ নেন।
বৃষ্টি মাথায় নিয়ে কুস্তিখেলা দেখতে এসেছেন গৌরারং গ্রামের নূর মোহাম্মদ (৮২)। তিনি জানান, প্রায় ৩০ বছর ধরে এ কুস্তিখেলা দেখে আসছেন।
আয়োজকদের পক্ষ থেকে কুস্তিগীর মো. তাজ উদ্দিন জানান, গত ৩০ বছর ধরে এই এলাকায় কুস্তিখেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমানে কুস্তিখেলা এই এলাকার ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে।
আয়োজক কমিটির সভাপতি নুরুল আমীন জানান, ‘আমাদের বাবা-দাদারা কুস্তিখেলার আয়োজন করে এসেছেন। তাই আমরাও করছি। বছরের এই সময়টাতে এলাকার মানুষ অধীর আগ্রহ নিয়ে থাকেন কখন কুস্তিখেলা অনুষ্ঠিত হবে। এলাকার মানুষের চাহিদা আর আমাদের পূর্বপুরুষদের সংস্কৃতি ধরে রাখতে এই আয়োজন। আমরা চেষ্টা করি প্রতিবার নতুন নতুন উপজেলার সঙ্গে আমাদের কুস্তিগীরদের মান যাচাই করতে।’
আয়োজকরা আরো জানান, কুস্তিখেলায় পুরস্কার বড় কথা নয়। বড় কথা হলো কে সবচেয়ে বড় ‘মাল’ উপাধি পেল সেটাই দেখা হয়। পুরো খেলায় যে চ্যাম্পিয়ান হয় তাকে ‘মাল’ বলা হয়।
খেলা শেষে আয়োজক কমিটির সভাপতি নুরুল আমীন, সদস্য নুরু মিয়া, কুলাই মিয়া, মো. দেলোয়ার, সোহেল আখলাক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।