ময়মনসিংহে বিজিবি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ময়মনসিংহে বিজিবি স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সালাম গ্রহণ করেন ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৌফিকুর রহমান। ছবি : এনটিভি
ময়মনসিংহ সেক্টরের অধীন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা।
সকালে পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন এবং খেলা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিজিবির ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৌফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির ২৭ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এস এম বায়েজীদ খান, সেক্টর সদর দপ্তরের জিএসও-২ মেজর আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেক্টর সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১৭টি ইভেন্টে ১২০ জন প্রতিযোগী অংশ নেন।