সুনামগঞ্জে বাসচাপায় শিশু নিহত

সুনামগঞ্জের ধারণ বাজার এলাকায় বাসচাপায় সেলিনা বেগম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। নিহত সেলিনা ছাতক উপজেলার ধারণ গ্রামের কোয়াজ মিয়ার মেয়ে। সে ধারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশ দিয়ে স্কুলে যাওয়ার পথে সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস সেলিনাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর এলাকাবাসী ও নিহত সেলিনার স্কুলের শিক্ষার্থীরা ঘণ্টাখানেক সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় বাসের চালককে আটক করা যায়নি, তবে চালকের সহকারী আব্দুল্লাহকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
ওসি জানান, লাশ এখনো ছাতক থানায় রাখা হয়েছে। পরিবার না চাইলে ময়নাতদন্ত করা হবে না। ঘটনার পর বাসটিও জব্দ করা হয়েছে।