Beta

শট সার্কিটের আগুনে পুড়ল ঘর-মিল-দোকান

১০ মার্চ ২০১৮, ১৬:১৩

পিরোজপুর শহরের কলেজ রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘর ও দোকানসহ ১৫টি স্থাপনা সম্পূর্ণ পুড়ে গেছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আব্দুল হক জানান, স্থানীয় একটি পেট্রলের দোকানে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। প্রায় সঙ্গে সঙ্গেই আগুন ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়।

অল্প সময়ের মধ্যেই আগুনে পেট্রলের দোকানসহ একটি মিল, কম্পিউটারের দোকান, টেইলারের দোকানসহ সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ও আটটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও নাজিরপুর উপজেলার একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।

তবে এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান মো. আব্দুল হক।

এদিকে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে দাবি করছে ক্ষতিগ্রস্তরা।

Advertisement