ঝালকাঠিতে বিএনপি ও জামায়াতের চার নেতা-কর্মী কারাগারে

গাড়ি পোড়ানোর অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় ঝালকাঠি জেলা বিএনপির সহসভাপতি মিঞা আহম্মেদ কিবরিয়া ও নলছিটি পৌর জামায়াতের আমির কামরুজ্জামান নান্নাসহ চারজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান এ আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী হুমায়ুন কবির বাবুল জানান, বিশেষ ক্ষমতা আইনে করা এ মামলায় আজ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিএনপি নেতা মিঞা আহম্মেদ কিবরিয়া, জামায়াত নেতা কামরুজ্জামান নান্না, দপদপিয়া ইউনিয়নের ছাত্রদলের সহসভাপতি রিমন আকন ও যুবদলকর্মী আবদুল হালিম।
আদালতে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন সরকার পক্ষের আইনজীবী আবদুল মান্নান রসুল। আদালত উভয় পক্ষের বক্তব্য শেষে তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২১ জানুয়ারিতে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌ-মাথা এলাকায় যাত্রীবাহী বাস আবদুল্লাহ পরিবহনে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ওই দিন নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বাদী হয়ে ৪৯ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ৫৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।