রক্ষা পেল দুই স্কুলছাত্রী, দুজনকে সাজা

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুই স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার দায়ে দুই ব্যক্তিকে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন লেগুনার চালক শাহজাহান মিয়া (৩৫) ও তাঁর সহকারী আছকির মিয়া (৩০)। তাঁদের বাড়ি জেলার জগন্নাথপুর উপজেলার নয়াপাড়ায়।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, আজ সোমবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আবদুর রশীদ উচ্চবিদ্যালয়ের দুই ছাত্রী দরগাপাশা গ্রাম থেকে লেগুনায় করে তাদের বাড়ি ছয়হারায় ফিরছিল। ওই সময় লেগুনায় আর কোনো যাত্রী ছিল না। এই সুযোগে তাদের শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এরপর লেগুনাটি ছয়হারা গ্রামের গেলে ওই ছাত্রীরা তাদের নামিয়ে দিতে বলে। কিন্তু চালক লেগুনাটি না থামিয়ে আরো দ্রুত গতিতে চালাতে থাকে। লেগুনাটি ছয়হারা সেতুর কাছে যাওয়ার পর টোল আদায়কারীরা সেটি থামানোর চেষ্টা করলেও চালক থামাননি। এ সময় লেগুনার ভেতরে থাকা ছাত্রীরা চিৎকার শুরু করে। টোল আদায়ে থাকা লোকজন সেটি দেখে সামনের বাজারের লোকদের ফোন করে বিষয়টি জানায়। পরে পাগলা-জগন্নাথপুর সড়কের ভমবমীবাজারে স্থানীয় লোকজন লেগুনাকে থামিয়ে ছাত্রীদের উদ্ধার করে। পরে শাহজাহান ও আছকিরকে ধরে পুলিশে দেওয়া হয়। পুলিশ ওই দুই ব্যক্তিকে বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শেখ হাফিজুর রহমানের সামনে হাজির করে। তিনি দুজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
নির্বাহী হাকিম শেখ হাফিজুর রহমান জানান, অভিযুক্তরা তাঁদের দোষ স্বীকার করায় প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, লোকজন ওই দুই ব্যক্তিকে লেগুনাসহ আটক না করলে বড় ধরনের অঘটন ঘটে যেতে পারত।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন জানান, বিকেল ৫টার দিকে শাহজাহান মিয়া ও আছকির আলীকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। আদালতের আদেশের পর তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।