চট্টগ্রামে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

আজ শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে শুরু হয়েছে তিন দিনের আঞ্চলিক ইজতেমা। ছবি : এনটিভি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় শুরু হয়েছে আঞ্চলিক ইজতেমা।
আজ শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই ইজতেমার শুরু হয়।
ইজতেমায় বিভিন্ন উপজেলা থেকে প্রায় ২০ লাখ মুসল্লি জমায়েত হবেন বলে আশা করছেন আঞ্চলিক ইজতেমার প্রধান সমন্বয়ক মওলানা মুফতি জসিম উদ্দিন।
এবারের আঞ্চলিক ইজতেমা শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
আগামী রোববার সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই আঞ্চলিক ইজতেমা।