মুন্নু মেডিকেল কলেজের নবীনবরণ উদযাপন

সময় ও বাস্তবতাকে মোকাবিলা করে দেশি-বিদেশি শিক্ষার্থীদের নিয়ে মানিকগঞ্জে মুন্নু মেডিকেল কলেজ সপ্তম বর্ষে পা রেখেছে।
প্রতিবছরের মতো গতকাল বুধবার দুপুরে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ কলেজ কর্তৃপক্ষ।
মানিকগঞ্জ শহরের অদূরে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত নবীনবরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান, মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান রিতা।
মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্নু মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সদস্য রাশিদ রাফিউল ইসলাম, মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যানের উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) অধ্যাপক ডা. মো. আলতাফ হোসেন।
মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সাবেক চেয়ারম্যান মরহুম হারুনার রশিদ খান মুন্নু ২০১১ সালে মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকার মুন্নু সিটিতে প্রতিষ্ঠা করেন অত্যাধুনিক মুন্নু মেডিকেল কলেজ। এর পর থেকে এখানকার মনোরম পরিবশে শিক্ষার্থীরা লেখাপড়া করছেন।
২০১৭-১৮ শিক্ষাবর্ষে ৮০ শিক্ষার্থী ভর্তি হয়েছে। এর মধ্যে ৪০ জন বিদেশি শিক্ষার্থী রয়েছে।