বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্তির দাবি

২০১৫ সালের জুলাই মাস থেকে বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের শর্তহীনভাবে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। এই দাবিতে আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গার সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারিরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছেন।
দুপুরে স্থানীয় শিল্পকলা একাডেমি চত্বরে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারীরা সমবেত হন। সেখান থেকে একটি মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তাঁরা। এ ছাড়া বড় বাজার শহীদ হাসান চত্বরে মানববন্ধন করেন। এরপর জেলা প্রশাসক সায়মা ইউনুসের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফজলুর রহমান , সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম ও শিক্ষক নেতা শেখ সেলিম বক্তব্য দেন।
মানববন্ধন থেকে বলা হয়, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অষ্টম পে-স্কেল থেকে বঞ্চিত না করে তাঁদের মর্যাদা ও অধিকার রক্ষার্থে জুলাই মাস থেকে নিঃশর্তভাবে বেতন কাঠামোয় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হচ্ছে। সেই সাথে স্বীকৃতিপ্রাপ্ত ও ননএমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওসহ পে-স্কেলে অন্তর্ভুক্ত করারও দাবি জানান তাঁরা।