রাকিব হত্যা : আসামি মিন্টু খানের জবানবন্দি

শিশু রাকিব হত্যা মামলার অন্যতম আসামি মিন্টু খান ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আজ বুধবার মহানগর হাকিম মো. ফারুখ ইকবালের কাছে এই জবানবন্দি দেন। এই নিয়ে এ মামলায় এজাহারভুক্ত তিন আসামিই ঘটনায় নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন।
বিকেল ৩টার দিকে আসামি মিন্টু খানকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে মাথায় হেলমেট দিয়ে পুলিশ আদালতে আনে। পুলিশ ভ্যান থেকে তাঁকে সরাসরি ম্যাজিস্ট্রেট মো. ফারুখ ইকবালের খাসকামরায় নেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা ম্যাজিস্ট্রেটের কামরায় থাকার পর কড়া পুলিশ পাহারায় তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
আদালত প্রাঙ্গণে খুলনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, আজ রাকিব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিন্টু খান নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এই মামলায় তিনজন প্রত্যক্ষদর্শীও ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আলামত জব্দ করা হয়েছে। এখন দ্রুতই মামলার অভিযোগপত্র দেওয়া হবে।
গত ৩ আগস্ট খুলনা মহানগরের টুটপাড়া কবরখানা মোড়ে শরীফ মোটরসের ভেতরে রাকিবকে ধরে এনে মলদ্বারে হাওয়া দেওয়ার নল ঢুকিয়ে তার পেটে হাওয়া ঢোকানো হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তার মৃত্যু হয়। ৪ আগস্ট রাকিবের বাবা মো. নূরুল আলম বাদী হয়ে মো. শরীফ, মিন্টু খান ও বিউটি বেগমের নামে হত্যা মামলা দায়ের করেন। আর এই ঘটনার পর পরই এলাকাবাসী শরীফ ও মিন্টু খানকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছিল।