সুন্দরবনের দুই রক্ষী, তিন বোটম্যান বরখাস্ত

বনদস্যুদের আস্তানা উচ্ছেদে ব্যবস্থা না নেওয়ায় সুন্দরবন পশ্চিম বিভাগের খাসিটানা ক্যাম্পের দুই বনরক্ষী এবং তিন বোটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিভাগীয় বন কর্মকর্তা জহিরউদ্দিন আজ মঙ্গলবার বিকেলে এই আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন। তবে নাম জানাতে পারেননি তিনি। বিভাগীয় বন কর্মকর্তা আরো জানান, এই ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নূরুল হককে বরখাস্ত করতে তিনি ঊর্ধ্বতন মহলের কাছে প্রস্তাব দিয়েছেন।
গত ৯ আগস্ট বিকেলে সুন্দরবনের কয়রা উপজেলার মান্দারবাড়িয়া খালের কাছে পুলিশের সঙ্গে বাঘ শিকারীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এই ঘটনায় ছয় বাঘ শিকারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পুলিশের দাবি, ওই এলাকায় বনদস্যুদের আস্তানা ছিল।