সুনামগঞ্জে সড়ক অবরোধ করে বিএনপির সমাবেশ

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে আজ মঙ্গলবার সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ছবি : এনটিভি
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় গোবিন্দগঞ্জ সেতুর ওপর অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোবিন্দগঞ্জ পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এ সময় সমাবেশে বক্তব্য দেন ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুর রহমান প্রমুখ।
এদিকে, জেলা পুলিশ গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে বিএনপির আটজন ও ইসলামী ছাত্রশিবিরের একজন কর্মীকে আটক করে।