ঝালকাঠিতে জামায়াতের আমির গ্রেপ্তার

নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি গাড়ি পোড়ানোর মামলায় ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফিরোজ আলমকে আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : এনটিভি
ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফিরোজ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি গাড়ি পোড়ানোর মামলায় আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কোকিলা গ্রামের একটি বাড়ি থেকে ফিরোজকে গ্রেপ্তার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান জানান, ১০ ফেব্রুয়ারি নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি জিপগাড়িতে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকেই জামায়াতের আমির ফিরোজ আলম পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে উপজেলার কোকিলা গ্রামের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নলছিটি উপজেলার বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগ রয়েছে বলে জানান ওসি মাকসুদ।