ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা মালিক-শ্রমিকদের প্রতিবাদ

মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে আজ শনিবার মানববন্ধন করেন মালিক-শ্রমিকরা। ছবি : এনটিভি
মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে। আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় নিজেদের ১১ দফা দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড, কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী ভাদুঘর এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডায় সমবেত হয়ে বিক্ষোভ করেন অটোরিকশা মালিক-শ্রমিকরা। পরে মেড্ডা বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এরপর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে অটোরিকশা মালিক সমিতির সভাপতি কাউসার আহমেদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়।