চুয়াডাঙ্গায় মাছের ঘাটতি সাড়ে ৮ হাজার মেট্রিক টন

ছবি : এনটিভি
চুয়াডাঙ্গা জেলায় বছরে মাছের ঘাটতি আট হাজার ৬২৭ মেট্রিক টন। জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম। আজ রোববার দুপুরে জেলা মৎস্য কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা জানান, চুয়াডাঙ্গায় বছরে মাছের চাহিদা ২৩ হাজার ৭৭ মেট্রিক টন। উৎপাদিত হয় ১৪ হাজার ৪৫০ মেট্রিক টন।
সংবাদ সম্মেলনে কোরআন তিলাওয়াত করেন আবুল কালাম আজাদ। জেলা মৎস্য কর্মকর্তা মাল্টিমিডিয়ার মাধ্যমে জেলার মৎস্য চাষের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ড. মনিরুজ্জামান।