উত্তরায় বিপণিবিতানকর্মী গণধর্ষণের শিকার

রাজধানীর উত্তরায় এক কিশোরীকে (১৭) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সে উত্তরার একটি বিপণিবিতানের কর্মী বলে জানা গেছে।
urgentPhoto
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ওই কিশোরী গণধর্ষণের শিকার হয় বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
কিশোরীর ভগ্নিপতি আজ শুক্রবার বিকেলে এনটিভি অনলাইনকে জানান, গতকাল রাতে ওই কিশোরী তার সহকর্মী আরিফের সঙ্গে বিপণিবিতান থেকে বের হয়। পরে আরিফসহ আরো দুই যুবক ওই এলাকায় একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। পরে কিশোরীটি রাত ১১টার দিকে বাসায় গিয়ে তার পরিবারকে ঘটনাটি খুলে বলে। রাত সাড়ে ৩টার দিকে ধর্ষণের শিকার কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান কিশোরীর ভগ্নিপতি।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, ওই ঘটনায় আজ সকাল ১০টায় গণধর্ষণের শিকার কিশোরী নিজেই বাদী হয়ে মামলা করেছে। মামলা নম্বর ৩৮।