খুলনায় ২৮৯ মোটরসাইকেল আটক, ৯ দালালের দণ্ড

মহানগরীতে ঈদের পর থেকে নিবন্ধনহীন ২৮৯টি মোটরসাইকেল আটক করেছে খুলনা মেট্রোপলিটিন পুলিশ (কেএমপি)। এ সময় কেএমপি প্রায় ২০০ মোটরসাইকেলের মালিকের বিরুদ্ধে মামলা করে ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
নগরীতে নিবন্ধনহীন মোটরসাইকেল আটকের ফলে নিবন্ধনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা কার্যালয়ে উপচে পড়া ভিড় দেখা গেছে। অপরদিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আজ বুধবার বিআরটিএ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নয়জন দালালকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছে।
কেএমপির মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশব্যাপী নিবন্ধনহীন মোটরসাইকেল আটকের অভিযানে নামে পুলিশ। খুলনায় ঈদের পর থেকে আজ বুধবার সকাল পর্যন্ত মোট ২৮৯টি মোটরসাইকেল আটক করা হয়। আটককৃত মোটরসাইকেল সংশ্লিষ্ট থানা ও জোড়াগেট ট্রাফিক কার্যালয়ে এনে রাখা হয়েছে। অবস্থা এমনই হয়েছে যে, কেএমপির আটটি থানা ও ট্রাফিক কার্যালয়ে মোটরসাইকেল রাখার জায়গা নেই।
ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. কলিমুল্লাহ এনটিভি অনলাইনকে বলেন, আটককৃত মোটরসাইকেলের মধ্যে ট্রাফিক পুলিশ আটক করেছে মোট ১৬৬টি। বুধবার সকাল পর্যন্ত এসব মোটরসাইকেলের বিপরীতে প্রায় দুই শতাধিক মামলা দায়ের হয়েছে এবং বিভিন্ন ধারায় ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একটি মোটরসাইকেলে ৫০০ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।
মো. কলিমুল্লাহ আরো জানান, ‘অনটেস্ট’ মোটরসাইকেল শো-রুম থেকে বিআরটিএ কার্যালয় পর্যন্ত ব্যবহার করার বিধান রয়েছে। সেখানে অনেক মোটরসাইকেল বছরের পর বছর ধরে ‘অনটেস্ট’ লাগিয়ে নগরীতে চলাচল করছে।
কেএমপির মুখপাত্র শেখ মনিরুজ্জামান মিঠু আরো জানান, পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝির নির্দেশ রয়েছে ‘অনটেস্ট’ মোটরসাইকেল দেখলেই আটক করা হবে। এতে কোনো নেতা-নেত্রীর পরিচয় দেখা হবে না।
‘২৮৯টি মোটরসাইকেলে একই ধরনের মামলা হবে। মালিকরা আটক মোটরসাইকেল নিতে এলে আগে মামলা দিয়ে জরিমানা আদায় করছেন। পরে নিবন্ধন ফি জমা দিবেন- এমন মুচলেকা দিলে মোটরসাইকেল ছাড়া হচ্ছে।’
কেএমপি মুখপাত্র আরো বলেন, পুলিশের এ অভিযানের কারণে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব আয় হচ্ছে। একটি মোটরসাইকেলের জন্য ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত নিবন্ধন ফি নির্ধারিত রয়েছে। নিবন্ধনবিহীন মোটরসাইকেল আটকের ফলে নগরীতে ছিনতাইসহ অপরাধ প্রবণতা কমে গেছে বলেও দাবি করেন তিনি।
এ দিকে বুধবার দুপুরে মিরেডাঙ্গার বিআরটিএ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত নয় দালালকে আটক করেছেন।
র্যাব ৬-এর লেফটেন্যান্ট কমান্ডার মাহফুজ এনটিভি অনলাইনকে জানান, বিআরটিএ কার্যালয়ে হাতেনাতে নয় দালালকে আটক করা হয়। পরে তাঁদের সবাইকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে।