২৪ নভেম্বরের পর উঠে যাচ্ছে হাতে লেখা পাসপোর্ট

হাতে লেখা পাসপোর্টের যুগ শেষ হতে চলেছে। আগামী ২৪ নভেম্বর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বাধ্যতামূলক করা হয়েছে। এরপর থেকে হাতে লেখা পাসপোর্ট ব্যবহারের কোনো সুযোগ থাকছে না।
আজ বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা বাসস।
বৈঠকে বলা হয়, আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন অ্যাসোসিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) নির্দেশনা অনুযায়ী মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ছাড়া বিদেশ যাওয়া যাবে না। পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে আসতে সমস্যা হবে। এ কারণে দেশ-বিদেশে অবস্থানরত সব বাংলাদেশিকে এমআরপি নিতে বলা হয়েছে ।
আজ ঢাকায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইসিএওয়ের নির্দেশ মতে এমআরপি প্রদানের অগ্রগতি সমস্যাবলী ও আইসিএওয়ের স্ট্যান্ডার্ডবিষয়ক এ আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। আইসিএওয়ের নির্দেশনা মতে, হাতে লেখা পাসপোর্টের মেয়াদ আগামী ২৪ নভেম্বর শেষ হবে।
বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।