প্রথম বিবাহবার্ষিকী পালন করা হলো না আনারুলের

প্রথম বিবাহবার্ষিকী পালন করা হলো না বিক্রয় প্রতিনিধি আনারুল হকের (৩০)। আজ রোববার সকালে ঝালকাঠির রাজাপুরের নৈকাঠি এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
নিহত আনারুল হক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আতিয়ার রহমানের ছেলে। তিনি পিরোজপুরের কাউখালীতে অলিম্পিক কোম্পানির বিক্রয় প্রতিনিধির কাজ করতেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান এনটিভি অনলাইনকে জানান, প্রথম বিবাহবার্ষিকী পালনের জন্য আজ রোববার সকালে স্ত্রী কনিকা বেগমকে নিয়ে আনারুল হক তাঁর কর্মস্থল পিরোজপুরের কাউখালী যাচ্ছিলেন। পথে রাজাপুরের নৈকাঠি এলাকায় স্ত্রীর জন্য পানি কিনতে বাস থেকে নামেন। পানি নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে বাসের ভেতর বসা স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে পিরোজপুরগামী একটি বাস তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আনারুলকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটি আটক করেছে পুলিশ। তবে বাসের চালক পালিয়ে গেছেন।
চোখের সামনে স্বামীর এমন মৃত্যু দেখে আনারুলের স্ত্রী বারবার চেতনা হারিয়ে ফেলছেন।