‘তারানকো লেগে থাকবেন’

বাংলাদেশ বিষয়ে ‘লেগে থাকবেন’ জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কর্মসূচিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের উপমুখপাত্র ফারহান হক এ কথা জানিয়েছেন।
চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মধ্যস্থতা করতে অস্কার ফার্নান্দেজ তারানকো বাংলাদেশে আসছেন কি না তা জানতে চেয়ে ফারহান হকের কাছে ই-মেইল বার্তা পাঠায় বার্তা সংস্থা ইউএনবি। জবাবে তিনি বলেন, ‘এই মুহূর্তে এ ব্যাপারে জানানোর মতো নতুন কোনো বক্তব্য আমাদের কাছে নেই।’
তবে উপমুখপাত্র এর সাথে যোগ করেন, ‘এটা ঠিক যে তারানকো এই বিষয়ে অব্যাহতভাবে লেগে থাকবেন (ফলোআপ করবেন)।’
এদিকে ঢাকায় সরকারের এক কর্মকর্তা ইউএনবির কাছে দাবি করেন, তারানকোকে পাঠানোর কোনো পরিকল্পনা জাতিসংঘের নেই। তিনি বলেন, এ ধরনের সফরের আগে সাধারণত জাতিসংঘ বাংলাদেশ সরকারকে আগে থেকে অবহিত করে। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে কোনো যোগাযোগ হয়নি।