খুলনার খানজাহান আলী (রহ.) দীঘি ভরাট বন্ধের দাবি

খুলনা নগরীর মুজগুন্নীতে অবস্থিত পীর খানজাহান আলী (রহ.) দীঘি ভরাট কার্যক্রম বন্ধ করে তা রক্ষার দাবি জানিয়েছে খুলনা উন্নয়ন ফোরাম। খুলনা প্রেসক্লাবে আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন। তিনি বলেন, শিল্পনগরী হিসেবে খ্যাত খুলনা এখন মৃতপ্রায়। বর্তমান সরকার এদিকে কিছুটা নজর দিলেও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই অঞ্চলে বসবাসকারী মানুষের জীবনযাত্রা হুমকির মধ্যে পড়েছে। নদীর পানিদূষণ, খাল খনন, জলাধার ভরাট করে কারখানা নির্মাণ, প্লট করে জমি বিক্রি ও সেখানে বহুতল ভবন নির্মাণের কারণে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। তার সঙ্গে ধ্বংস হচ্ছে গাছপালা, জীবজন্তু।
হামিদ চন্দন বলেন, এই অবস্থার মধ্যে মুজগুন্নী বাসস্ট্যান্ডের পাশে তিন একর জমির ওপর ৭০০ বছরের পুরোনো খানজাহান আলী দিঘিটি ভরাট করে প্লট তৈরির উদ্যোগ নিয়েছে কয়েকজন ভূমিদস্যু। তারা রাতে দীঘিটি ভরাট করার কাজ শুরু করেছে। কিন্তু তারা কার নির্দেশে বা কীভাবে এই ভরাট কাজ করছে তার কিছুই এলাকাবাসী জানে না। এই ভূমিদস্যুদের মালিকানার কোনো কাগজপত্রও নেই। এই দীঘিটির সঙ্গে একটি জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা আছে। এলাকাবাসী ও মুসল্লিরা এই দিঘিতে ওজু এবং গোসল করে থাকে। একই সঙ্গে দিঘিটি প্রাকৃতিক সৌন্দর্যও বৃদ্ধি করছে। তাই দিঘিটি রক্ষায় এলাকাবাসীর সঙ্গে খুলনা উন্নয়ন ফোরামও অংশ নিচ্ছে।
দিঘিটি রক্ষায় আগামীতে মানববন্ধন, গণসংযোগসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান হামিদ চন্দন।