ফ্ল্যাটে ঢুকে হাতুড়িপেটা, কিশোরের মৃত্যু

মুখোশ পরা দুই ব্যক্তি গতকাল মঙ্গলবার দিবাগত রাতে খুলনা নগরের একটি ফ্ল্যাটে ঢুকে পরিবারের তিন সদস্যকে এলোপাতাড়ি হাতুড়িপেটা করেন। এতে আহত কিশোর শামছুদ্দোহা (১৫) আজ বুধবার সকাল ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ বিষয়ে নিহত শামছুদ্দোহার মামা ইব্রাহিম ফয়জুল্লাহ জানান, ডাকাতি করতে এসে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে পুলিশ বলছে, দুর্বৃত্তরা চুরি করতে ফ্ল্যাটে ঢুকেছিল।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী কমিশনার শেখ মনিরুজ্জামান জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মুখোশ পরা দুই ব্যক্তি নগরীর রূপসা বাসস্ট্যান্ড এলাকায় ইব্রাহিম ফয়জুল্লাহর চারতলা ভবনের একটি ফ্ল্যাটে ঢোকে। ঘটনার সময় ঘরের বেশির ভাগ সদস্যই জেগেই ছিলেন। হঠাৎ মুখোশ পরা দুই ব্যক্তিকে ঘরে ঢুকতে দেখলে তাঁরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। পরে মুখোশ পরা দুই ব্যক্তি ঘরের সদস্যদের হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। হাতুড়ির আঘাতে শামছুদ্দোহা, তার নানি খাদিজা বেগম (৭০) ও রাঙ্গু বেগম (৬০) আহত হন। আহতদের রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ সকাল ৯টার দিকে শামছুদ্দোহা মারা যায়।
মনিরুজ্জামান আরো জানান, এ ঘটনার পর খুলনা থানার পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।